আমি তোমারো বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরস মাস আফগানিস্তানে অপহরণের সাড়ে সাত মাস পর মুক্ত পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন।
এমিরেটসের একটি ফ্লাইটে রোববার সকাল সকাল পৌনে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। বিমানবন্দরে এ সময়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
মুক্তিপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের মো. আমিনুল ইসলাম, মো. শফিকুল আলম ও মো. লাভলু রহমান, রাজশাহীর মাহবুব আলী এবং চট্টগ্রামের মো. ইমাম উদ্দিন।
তারা সামহোয়ান কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেন।
এ পাঁচ জনসহ মোট সাত জনকে গত বছরের ১৭ ডিসেম্বর বলখ প্রদেশের মাজার-ই-শরীফ এলাকা থেকে তুলে নিয়ে যায় বন্দকুধারীরা। দুদিন পর ছাড়া পান দুজন। গত মঙ্গলবার মুক্ত হন অন্যরা।
অপহরণকারীদের হামলায় কাজী আলতাফ হোসেন নামে এক জন বাংলাদেশি ক্রাশার ম্যাশিন অপরেটর তখন মারাও যান।
দীপু মনি সাংবাদিকদের বলেন, কোম্পানির উদ্যোগে আফগানিস্তানের গোত্র প্রধানদের মধ্যস্থতায় এ পাঁচ বাংলাদেশি মুক্তি পেয়েছেন।
তাদের মুক্তির জন্য আফগান সরকারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আফগানিস্তানে এখন বাংলাদেশের দূতাবাস না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান কাবুলে গিয়ে পাঁচ বাংলাদেশিকে বিমানে তুলে দেন।
কাবুলে দূতাবাস চালুর বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
লিবিয়া থেকে ফেরত আসাদের মতো এ পাঁচ জনকেও কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
পাঁচ বাংলাদেশির যাতায়াত ব্যয় তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানই বহন করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।