আফগানিস্তানের উত্তর মধ্যাঞ্চলে একটি কয়লা খনি ধসের ঘটনা ঘটেছে। এ ধসে অন্তত ২৭ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ রবিবার জানিয়েছে, শনিবার মধ্যরাতে শামাঙ্গান প্রদেশের রো-ই-দোহাব জেলার আবখোরাক খনি ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র মাহমুদ সিদ্দীক আজিজি জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে পড়া লোকদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকশ স্থানীয় বাসিন্দা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।