মনের মানুষকে দেখব বলে,
অনেকবার পথ চেয়ে বসে ছিলাম।
না, আর মনের মানুষ আসেনি।
প্রিয় মানুষের সঙ্গে কথা বলব বলে,
অনেকদিন কান পেতে ছিলাম।
না, আর কথা বলা হয়নি।
ভালবাসার মানুষের সঙ্গে ঘর বাধব বলে,
মনে অনেক স্বপ্ন বুনেছিলাম।
না, আর ঘর বাধা হয়নি।
অন্ধকার ছেড়ে আলোয় ফিরব বলে,
কথা দিয়েছিলাম তাকে।
না, আর ফেরা হয়নি।
বৃষ্টিতে ভিজব বলে,
অনেকক্ষন বৃষ্টির প্রতীক্ষায় বসে ছিলাম।
না, আর বৃষ্টি আসেনি।
কিছুই আসেনি আমার জীবনে,
এসেছে শুধু আমার দু চোখের বৃষ্টি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।