আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে এসো সমাজতন্ত্র

মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। চারিদিকে হাহাকার, কান্নার মিছিল। পুঁজিবাদী চাদরে মোড়ানো পৃথিবী। শ্রমিকের ঘামে অর্জিত অট্টালিকা পেতি বুর্জোয়াদের বিলাসী জীবন। তবুও চলছে বন্ধুর পথ,শোষিতের কান্না ।

শ্রেণী সংগ্রামে লিপ্ত নষ্ট জীবন। মার্কসের তত্ত্বগুলো অসাড় হয়ে শোভাপায়, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে অথবা টি-শার্ট এর বুকে। আজিজের বারান্দার ধূমায়িত আড্ডায় ঝড় তোলে সমাজতন্ত্র। তবু থেমে থাকে না শোষিতের কান্না। রাষ্ট্র যেখানে শোষণ যন্ত্র, তাই মুখথুবরে পরে দান্দিক বস্তুবাদ।

পরাজিত হয় সাম্যের বানী। তবে একদিন ঠিকই জ্বলে উঠবে ক্ষোভের আগুন, শুরু হবে বিপ্লব, ফিরে আসবে মার্কস, লেলিন; ফিরে আসবে সমাজতন্ত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.