i dont want to be in history. শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রীকে ‘বিধবা’ উল্লেখ করে বলেছেন, তাঁর স্বামীর খুনি কে তিনি (ইলিয়াসের স্ত্রী) তা জানেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কালে বিষয়টি খুলে বলার জন্য তিনি ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর প্রতি অনুরোধ জানান
View this link
আজ মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ অনুষ্ঠানটি বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
মন্নুজান সুফিয়ান বলেন, ‘ইলিয়াস আলীর স্ত্রী, বিধবা স্ত্রী, আমি বলতে চাই যে আপনার স্বামীর প্রকৃত খুনি কে, সেটা আপনার মনও জানে। আপনি টিভির সামনে যখন কথা বলেন আমি আপনাকে উপলব্ধি করি।
আপনার মনের মধ্যে যে কথাগুলো আপনি বলতে পারেন না...। এবং আপনিও জানেন আপনার স্বামীকে কারা অপহরণ করে আজকে কোথায়... জীবিত আছে, কি মৃত আমি জানি না। আল্লাহই জানে। আর যারা এ কাজটা করেছে তারাই জানে। ’
সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে বলে বিএনপির অভিযোগের দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, তিনি এই কাজ কোনো দিন করতে পারেন না।
’
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘ধমকে’ তাহসিনা রুশদীর কথা বলছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী মন্নুজান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার ধমকে আপনার মুখ যে বন্ধ হয়ে গেছে...। আমি যখন টিভিতে আপনার ছবি দেখি, এটা কিন্তু আমি উপলব্ধি করতে পারি। ’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সবকিছু খুলে বলতে ইলিয়াসের স্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘...সুতরাং সেভাবে আপনি প্রস্তুতি নিন। আপনি আবেদন করেছেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান।
আপনি দেখা করে সঠিক তথ্যগুলো দেবেন, যাতে করে আপনার স্বামীকে খুঁজে বের করতে পারে। ’ কারা ইলিয়াস আলীর বিরুদ্ধে ছিলেন সে তথ্যও প্রধানমন্ত্রীকে জানানোর জন্য তিনি তাহসিনার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘কারা আপনার স্বামীর বিরুদ্ধে ছিলেন, প্রতিপক্ষ ছিলেন...আপনাদেরই রাজনৈতিক দলের...। এটা দ্বিধাহীনভাবে জননেত্রী শেখ হাসিনাকে বললে আশা করি আপনার স্বামীর খুনিরা ধরা পড়বে। ’
শ্রম প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের সময় মিলনায়তনের ভেতরে প্রথম সারিতে বসে থাকা সরকারের মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে গুঞ্জন ওঠে।
বিষয়টি নিয়ে তাঁদের কানাকানি করতে দেখা যায়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে গুম করেছে। এর প্রতিবাদে বিএনপি দুই দফায় ২২, ২৩ ও ২৪ এপ্রিল এবং ২৯ ও ৩০ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
ইলিয়াসের স্ত্রী গতকাল সোমবার বনানীতে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান।
পরে প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার সন্ধ্যায় গণভবনে ইলিয়াসের স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।