আমাদের কথা খুঁজে নিন

   

মেধা শ্রম সফলতা

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। পৃথিবীতে মেধাবী লোকের মোটেও অভাব নেই (এমনকি নিউটন আইনস্টাইন এডিসন দা ভিঞ্চি লেভেলের মেধাবীও বেশ আছে বলেই আমার ধারণা), অভাব আছে পরিশ্রমী লোকের, হ্যাঁ, অভাব আছে ঐ লোকগুলোর মতো প্রচণ্ড পরিশ্রমী লোকের। আর তাই তো 'সফল : মেধাবী' অনুপাতটির মান অতি নিচু, যেহেতু পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি যে মাত্রায় cover করা যায়, মেধা দিয়ে শ্রমের ঘাটতি সে মাত্রায় করা যায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।