কাপড়ের পুঁটলি, ধান কাটার কাস্তে, কাটা ধান বহন উপযোগী বাঁশের লাঠি নিয়ে কুমিল্লার বিভিন্ন হাট-বাজারে ভিড় জমান মানুষগুলো। এরা বিক্রি হন দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার, চৌয়ারা, সূয়াগঞ্জ, বিজয়পুর, লালমাই ও বুড়িচংয়ের নিমসার, চান্দিনা বাজারসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে ধান কাটা ও চারা রোপনের মৌসুমে বসে মানুষ বেচা-কেনার এ হাট। ধান কাটা ও চারা রোপন মৌসুমে এসব কৃষি শ্রমিকের দৈনিক মজুরি ধরা হয় ৩০০-৩৫০ টাকা। কাজ কমে এলে তা নেমে আসে ২৫০ টাকায়। বিক্রি হতে আসা শ্রমজীবী মানুষ যেদিন নিজেকে বিক্রি করতে না পারেন সেদিন তাদের রাত কাটে বাজারের কাছাকাছি মসজিদ, মাদ্রাসা অথবা স্কুলের বারান্দায়। কখনো থাকেন আধা পেটে, কখনো উপোষ। সকাল হতেই ফের বিক্রি হওয়ার আশায় শুরু হয় ছোটাছুটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।