আমাদের কথা খুঁজে নিন

   

"ক্রসফায়ারে মরতে চাই তবু গুম হতে চাই না"

গত এক সপ্তাহ থেকে সামুতে লগ ইন করতে পারিনি, কি সমস্যা ছিল তা সামুর মডুরাই ভাল বলতে পারবেন। তাই এই অবেলায় এসে হাঁক ডাক দিচ্ছি। ইলিয়াস আলী নিখোঁজ হল প্রায় ২ সপ্তাহ হয়ে গেল এখনও তার খোঁজ মেলেনি আর কখন ও মিলবে কিনা তার সম্ভাবনা ও তলানিতে ঠেকেছে। এখন পর্যন্ত কোন ইস্যুতে বিএনপি এত লম্বা হরতাল দেয়নি। কিন্তু লম্বা হরতালে ও কোন ফল আসেনি।

জনগন হরতাল গ্রহন করেছে বা বর্জন করেছে সে বিতর্কে যাব না। হরতাল আমাদের দেশের জন্য কতটা ক্ষতিকর সেটা সবাই বুঝে। কিন্তু বিএনপি'র ও এখন আর হরতালে যাওয়ার সুযোগ নেই বলেই মনে হয়। সচিবালয়ে বোমা হামলা আর গাড়ী পোরানো মামলায় যেমন ফাখরুল গং আত্ম গোপনে তেমনি এমন একটি মোক্ষম মামলা দিয়ে প্রতিপক্ষ কে সাময়িক জব্দ করতে পেরে মোছে তা দিচ্ছেন টুকু, কামরুল গং। ইলিয়াস ইস্যুটি তাই এখন কোমায় আছে ধরা যায়, আমাদের দেশের মিডিয়া ও রাজনৈতিক সংস্কৃতির কল্যানে যার আচিরেই মৃত্যু ঘটবে।

টিপাই মুখ, তিস্তার পানি, সাগর-রুনি, ডেস্টিনি, কালো বিড়াল সব ইস্যু গুলো যেমন হারিয়ে গেছে বা আড়ালে নিয়ে যাওয়া হয়েছে এটা তেমনি হারিয়ে যাবে, ধামা চাপা পড়ে যাবে। আজ সরকারী ভাবে ঘোষণা দেওয়া হয়েছে, ইলিয়াস আলী ইতিমধ্যে গত হয়েছেন। সকালে ওসমানী মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ইলিয়াস আলীর স্ত্রীকে আহবান জানিয়েছেন তার স্বামীর খুনীদের নাম প্রধানমন্ত্রীকে খুলে বলতে। তার মানে, সরকার তার বিভিন্ন গোয়েন্ধা সংস্থার মাধ্যমে নিশ্চিত হয়েছে ইলিয়াস আলী মৃত। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোন প্রতিমন্ত্রীর এমন কথাকে কি সরকারী ঘোষণা মনে করা কি দোষের কিছু হবে ?? স্বামী হারা, বাবা হারা একটি পরিবারের সাথে এমন নির্মম রাজনৈতিক রসিকতা মনে হয় আমাদের দেশেই সম্ভব।

আমরা এমন রাজনীতির খেলার অবসান চাই। আমরা হরতাল চাই না বা জ্বালাও, পোড়াও , মানুষ হত্যা চাই না ঠিক একই ভাবে চাইনা "গুম" হতে। আমরা আমাদের লাশের সঠিক সৎকার চাই । বিদ্যুৎ হীনতা, বেকারত্ব, দ্রব্য মুল্যের ঊর্ধ্ব গতিতে এমনিতেই আমরা দিশেহারা, দয়া করে পৈত্রিক প্রান টুকু নিয়ে ছিনিমিনি খেলবেন না। মারতে চাইলে মেরে ফেলুন, তবে ক্রসফায়েরে মারুন।

দয়া করে "গুম" করবেন না। মৃত্যু পূর্ব অধিকার গুলো চাওয়ার সাহস আমরা হারিয়ে ফেলেছি , অন্তত মৃত্যুর পরের অধিকার আমাদের ভিক্ষা দিন। এই দেশের নাগরিক হিসেবে এটা কি বেশী চাওয়া ???? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.