আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রেস রিলিজ - RAB এর ক্রসফায়ারে নিহত রাজাকার কাদের মোল্লা

প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই আমি একটা প্রেস রিলিজ লিখে রেখেছি। শুধু স্বরাষ্ট্র মন্তনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর একটি স্বাক্ষর দরকার। "আজ জেল থেকে জামাত নেতা কাদের মোল্লা কে আদালতে আনার সময়, কিছু জামাত শিবির কর্মী অতর্কিতে পুলিশ ভ্যানে আক্রমণ করলে, পুলিশ তার পাল্টা জবাবে গুলি চালায়। এসময় জামাত শিবির কর্মিদের গুলিতে নিহত হন কাদের মোল্লা ওরফে কসাই কাদের।" সবশেষে আমার সবিশেষ অনুরোধ। একজন মুসলমান হিসেবে তার জানাজা এবং দাফন অবশ্যই হতে হবে। সেজন্য তার কবরস্থান হিসেবে ঠিক করেছি পাকিস্থানের এবোটোবাদে। অত্যন্ত ব্যাথিত হ্রদয়ে তার লাশ গ্রহন করবেন ৭১ সালে পাকিস্থানের তৎকালীন ক্যাপ্টেন পারভেজ মোশাররফ। যে তরুন অফিসার বাংলাদেশের কাছে পাকিস্থানের পরাজযের দুঃখে ৫ রাত না ঘুমিয়ে ছিলেন। ছবিতে নিয়াজীর পেছনে কাদের মোল্লা( গোলচিহ্নিত) Credit: Aneek Bhaiya

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.