উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা দশম পুরষ্কার (জীপটি কাদায় নামিয়েছেন) নবম পুরষ্কার(গাড়িটি রাস্তার পাশের পাথরে উঠিয়েছেন, আমি হলে পারতাম না) অষ্টম পুরষ্কার(গাড়িটি দুই রেল পাতের মাঝে বসিয়ে আর বের করতে পারছেন না) সপ্তম পুরষ্কার (সমান্তরাল পার্কিং না করে করে আড়াআড়ি করেছেন, অনেকেই পারবেন না) ষষ্ট পুরষ্কার (দুই স্টৃট কার তথা দুটি রাস্তার রেল গাড়ির মাঝে ফাঁসিয়ছেন।) পঞ্চম পুরষ্কার (পেট্রোল পাম্প এর "হোস" সহ চলে এসেছেন) চতুর্থ পুরষ্কার (মহিলা পুলিশ চালক পুলিশ গাড়িটি রাস্তার সিমেন্টের কাজে প্রবেশ করিয়েছেন) তৃতীয় পুরষ্কার (জীপ গাড়িটি সুন্দর ভাবে লোহার এংগেল এ পার্ক করেছেন, চ্যলেঞ্জ করছি কে পারবেন এটি করতে!) দ্বিতীয় পুরষ্কার বিজয়ী পুরষ্কার, (লঞ্চে উঠার সহজ পদ্ধতি আবিষ্কার)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।