কিসের যেন ছায়া থাকে
প্রতিবিম্বহীন
বৃক্ষ খুঁজি, বস্তু খুঁজি
নিশিদিন
শহরে শহরে বেড়ে যায় কেন বিবমিষা
নহরে নহরে দেখা যায় অন্য মণীষা
এত যে গুপ্ত লীলা আজ থেকে রয়ে যাও থানা
ব্যক্তির মধ্যে তোমার আত্মায় কে দেবে আজ হানা
সে কথা জানি না আমি , কেউ কি তা জানে?
চোখের মধ্যে হাতকড়া নাচে নেই কোনও এর মানে!
এই শহরের প্রান্তরে-
তোমাকে দেখলে বড্ড চোর হতে ইচ্ছে করে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।