জীবনের জন্যই এই সব কথামালা ১. দুচোখে যার আকাশ ছিলো ছিলো ডানা ঝাপটাবার ইচ্ছে দিলে পাখিটির ডানা ভেংগে তবুও কিছু একটা দিলে তুমি - দুপায়ে সে জমিনেই গড়লো নিজের এক পৃথিবী একটা কিছু তো হলো দান! ২. ভিষণ রকম উলটো সকাল! আলো ছুয়ে পৃথিবীর ঘ্রাণ নেবে বলে স্বপ্ন বিভোর দুটি চোখ আমার করলো অন্ধত্ব বরণ! সারা রাত বুনে তোলা স্বপ্নের পর আধার দেখার শক্তি ছিলো না আর। ৩. জাতিস্মর হয়ে কি হবে আর আমি না হয় জন্মাবো প্রবল আকাঙ্ক্ষায় আমাকে পোড়ায় যে, আমার চোখে মুখে কাদা জলের তিরস্কার যার জন্যেই আবার এই জন্মানোর কথা সে ও নিশ্চয় কর্তৃত্ব টা নিয়েই জন্মাবে - আরেক জন্মে অবজ্ঞা পাবো ভাবার চেয়ে ঢের ভালো শেষ হয়ে যাই বাণের জলে! ৪. সবার সুখ থাকে, পাখিদের - ফুলেদের নির্জন আকাশের ও একলা থাকার সুখ। তীর ভাংগা নদীর থাকে আধিপত্যের সুখ রাজপথ কাপিয়ে চলা চাকা গুলোর দূর্বার মানুষের সুখ কেমন? দেখার ইচ্ছেটা অপূর্ণই থাকে! ৫. নবান্নে কিংবা বসন্তে সব গোলাপ বিক্রি করে দোকানী তৃপ্তির ঢেকুর তুলে তবুও জেনো, সব গোলাপ ঠিকানা খুঁজে পায়না !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।