আমি স্বাধীনচেতা,স্পষ্টভাষী। পৃথিবীর হাজার রহস্যের মাঝে নতুন রহস্যের আগমন। জি ভাই, আপানি ঠিকই শুনেছেন। নতুন রহস্য। যা আরো হাজার বছর ব্যস্ত রাখবে পৃথিবীর মানুষকে।
বাঘা বাঘা সব গবেষকরা তাদের মাথার চুল ছিঁড়বে শুধু এই রহস্যের সমাধান করতে যেয়ে। এ এক অসম প্রতিযোগিতা। কে করবে সবার আগে সমাধান? আদৌ এর কোন সমাধান আছে কিনা আমরা জানিনা। এই রহস্যের বেড়াজাল কবে শেষ হবে উপরওয়ালাই ভাল জানেন। এই রহস্যের জন্য আরো কতদিন মানুষ দুর্ভোগ পোহাবে কে জানে?
এই রহস্যের উৎপত্তি আমাগো এই বাংলাদেশেই।
জায়গায় জায়গায় ক্লাইম্যাক্স। একশন। ইয়াআআআআআআ ভিশুমাইক্কক্ক।
মানুষ নামের অমানুষ গুলা মুভির এক্টিং মনে কইরা সত্যি সত্যি জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে।
এইটা কি ধরনের প্রোটেস্ট ভাই? একজন নিখোঁজ মানুষকে উদ্ধারের জন্য আন্দোলন করে ঘুমন্ত মানুষ পুড়িয়ে মারা?
কই আজ তো কেউ করলনা সেই মানুষটার জন্য আন্দোলন?
আমি ভাই ছোট মানুষ।
ছোট বিবেক-বুদ্ধিতে যট্টুক আটল, লিখলাম।
বাকীটা আপনাদের কাছে প্রশ্ন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।