আমাদের কথা খুঁজে নিন

   

একজন ইলিয়াস আলী বনাম বদর আলী

আমাকে আমার মত থাকতে দাও ,আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি। নাম কি তোমার? - আলী । আফনের?? - আলী । ইলিয়াস আলী । তোমার পুরো নাম কি? - বদর আলী ।

- দুনিয়ায় কি করতে? - গাড়ি চালাইতাম । আফনে? - রাজনীতি । মারা গেলে কিভাবে? - বাসে আগুন দিসিল । পুইড়া মরছি । আফনে কেমনে মরলেন? - আমাকে 'গুম' করা হয়েছে।

তোমাকে পুড়িয়ে মারল কেন? - বাসে ঘুমাইতেছিলাম । হের লাইগা মনে হয় । - বাসে ঘুমানো খুব খারাপ। জানোতো আমার জন্য কালকে সারা দেশে হরতাল । - খাইছে ।

স্যার আফনেতো দেখি বিআইপি । - তা বলতে পার । তোমার জন্য কিছু হবে নাকি কাল? বিক্ষোভ-টিক্ষোভ? - আমার মায় কাঁনবো । ছোটবইনটার বিয়াডা হইবোনা মনে হয় । এইবারের পোলাডা ভালা আছিল ।

ইলিয়াস আলী দীর্ঘশ্বাস ছাড়ে । বদর আলী চুপচাপ । সে এখনো ঘোরের মধ্যে আছে । দুই আলীই ভাবুক হয়ে বসে থাকে পা ছড়িয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.