আমাদের কথা খুঁজে নিন

   

এবার গেমের স্ক্রীনশট নিন সহজেই!!

আমি সৌন্দর্য সৃষ্টি করি, আমি সৌন্দর্যের শিল্পী.... ডেস্কটপ স্ক্রীনশট নেওয়া অনেক সহজ একটি কাজ। এর জন্য অসংখ্য সফটওয়্যার থাকলেও উইন্ডোজ সেভেনে এর জন্য আগে থেকেই একটি সফটওয়্যার দেওয়া আছে। কিন্তু গেমের স্ক্রীনশট নেওয়া সহজ নয়। তার কারণ সাধারণ উইন্ডোজ ইন্টারফেস প্রদর্শিত হয় সাধারণ গ্রাফিক্স ড্রাইভার দ্বারা, কিন্তু উচ্চক্ষমতাসম্পন্ন গেম প্রদর্শিত হয় উচ্চক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স ড্রাইভার, পিক্সেল শেডার এবং আরো কিছু শক্তিশালী প্রসেসর দ্বারা, যা সাধারণ ইমেজ প্রসেসিং সফটওয়্যার ধরতে পারেনা। এর জন্য দরকার হয় উচ্চক্ষমতাসম্পন্ন সফটওয়্যার।

কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর জন্য কোন ফ্রি সফট ও নেই। কিন্তু এখানে আমি একটি সফট এর খোজ পেয়েছি যা আগে থেকেই রেজিস্ট্রি করা, অর্থাৎ ফুল ভার্সন করা আছে ডিফল্টভাবেই। আর এটা দিয়ে আপনি গেমের যেকোন স্ক্রীনশট, ভিডিও, বেঞ্চমার্ক করতে পারবেন খুব সহজেই। এই সফটটির নাম ফ্রাপস। আর এর ব্যাবহার প্রণালীও খুব সহজ, শুধু ফোল্ডার, ফরমেট, হটকী সিলেক্ট করে দিন, এরপর শুধু হটকীটি চাপলেই স্ক্রীনশট ভিডিও জমা হতে থাকবে সেই নির্দিষ্ট ফোল্ডারে।

ডাউনলোড দেখুন আমার নিজের তোলা কতগুলো স্ক্রীনশট : মডার্ন ওয়ারফেয়ার ৩ : শ্যাঙ্ক : ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.