আমাদের কথা খুঁজে নিন

   

“অসহযোগ আন্দোলন”

এসো আবার চড়াই উৎড়ই.......... সহযোগীতার পেট্রোলের পর কেন ছেলেটিকে দেয়াশলাইয়ের যোগানটা সাথে সাথে দেওয়া হয়নি ? সিডর, আইলা লেগেই আছে, প্রলয়ংকরী ঘূর্ণীঝড়ের মতো মিছিল, বাংলাদেশে কি পরিমান বেকার বেড়েছে দেখেছেন ? ডেস্টিনির ৩০ লক্ষ ছেলে-মেয়ে, বুড়া-বুড়ি, কচিঁ-কাচাঁরা মিছিল করছে তাদের নাইজেলা বিক্রির আশায়, সেই সাথে একই বৃক্ষ একাধিকজনকে খাওয়াতে। শেয়ার বাজারে মূলধন হারানো জুয়ারীরা মিছিল করছে, যুদ্ধাপরাধীদের বাঁচাতে, নব্য রাজাকাররা মিছিল করছে। কয়েকটি খুন ও গুমের ঘটনা নাইবা বললাম। শ্লোগানে-শ্লোগানে মেতে আছে জনতা। যাই হোক সব মিলিয়ে পরিস্থিতিটি মাও সেং তুং এর লং মার্চের মতোই, কোন এক নির্জন অরণ্যে প্রেম নিবেদনের মতো করে, পৃথিবীর বুকে মাথা, রেখে নত্রের পাণে আবোল তাবোল বলতে থাকি, তাতে, ‘এথেন’ এসেও যদি একটু বলে এই নাও ‘বিচক্ষণতা’, এই নাও দূরদর্শীতা এই নাও ‘জ্ঞান’। এবার তোমার রাষ্ট্র ও জনতা, সরকার ও বিরোধীদলের মাঝে বিতরণ করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।