চট্টগ্রামে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে শনিবার বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নোমান বলেন, “কোনো ধরনের টাল-বাহানা করেই বর্তমান সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না।”
“ঘোষিত তফসিল বাতিল করে তত্ত্বাবধায়কের দাবি মেনে না নেয়া হলে রাজপথে চলমান আন্দোলন ক্রমান্বয়ে অসহযোগ আন্দোলনের রূপ নেবে।”
জনবিচ্ছিন্ন সরকার প্রশাসনকে ব্যবহার করে জনগণের সঙ্গে যুদ্ধ করে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে সমাবেশে সাবেক মন্ত্রী নোমান অভিযোগ করেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তাদের সরকারের ‘অবৈধ নির্দেশ’ মানা থেকে বিরত থাকারও আহ্বান জানান নোমান।
সমাবেশে গ্রেপ্তার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ সকল ‘রাজবন্দির’ মুক্তি দাবি করেন নোমান।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, নগর বিএনপি নেতা এম এ হালিম, অ্যাডভোকেট আবদু সাত্তার, কাজী আকবর এবং কাজী বেলাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।