আমাদের কথা খুঁজে নিন

   

ইলিয়াস আলীর সন্ধানে মাঠে তিন গোয়েন্দা!!!

সময় কে জানতে চাই.. ১১দিন পার হয়ে গেলেও ইলিয়াস আলীর সন্ধান পাওয়া যাইনাই। এদিকে বিএনপির হরতাল নামক "বুলেটে" ঝাঁঝরা হইতেছে আপামর জনগণ। জনগনের এহেন ঘুমন্ত ভোগান্তির কথা বিবেচনা করিয়া এবার মাঠে নেমেছে বিখ্যাত তিন গোয়েন্দার তিন কিশোর; কিশোর,রবিন এবং মুসা। এক্ষেত্রে তারা তাদের বিখ্যাত "ভূত থেকে ভূতে" থিয়োরি প্রয়োগ করেছেন বলে সূত্রে প্রকাশ। ভূত থেকে ভূতে থিয়োরি হচ্ছে,আপনি আপনার বন্ধুকে একটি তথ্য দিবেন সেই বন্ধু তার বন্ধুকে আবার সেই বন্ধুটি তার বন্ধুকে এভাবে চেইন সার্কেলের মাধ্যমে সারা দেশে ছড়িয়া পরিবে।

ছবিতে দেখতে পাচ্ছেন সেই ভূত থেকে ভূতের এক ক্ষুদে গোয়েন্দাকে। যদিও টাইমিংটা বড় অসময়ে... এদিকে তিন গোয়েন্দার অন্যতম মুসা জিনি কিনা একমাত্র ভূত ছাড়া কিছুতে ভয় পান না। তিনি মনে করছেন ইলিয়াস আলীকে ভূতে ধরিয়া নিয়া গিয়াছে। নাইলে গোয়েন্দাদের ব্যর্থতার অন্যকোন কারন তিনি দেখিতে পাইতেছেন না। সেজন্যে তিনি কিঞ্চিৎ ভীত!এই অভিযান নিয়ে পরবর্তীতে একটি বই বের করিবেন বলে ভাবিয়াছেন তারা।

বইটির নাম "অদ্ভুতুড়ে"। অতি শীঘ্রই তারা ইলিয়াস আলীর সন্ধান পাইবেন বলিয়া আশ্বাস দিয়াছেন। বড়ই আপ্লূত বোধ করিতেছি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.