আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি ।
আজ স্যার ড. হুমায়ুন আজাদের জন্মদিন । স্যারের জন্মদিনে আমার ছোট্ট উৎসর্গ পত্র ।
নষ্ট অধিকার
স্যার, আপনি বলেছিলেন
একদিন সব চলে যাবে নষ্টদের অধিকারে,
হয়েছেও তাই ।
আমাদের প্রতিবাদের ভাষা, বাক স্বাধীনতা, আন্দলনের অধিকার
সব আজ নষ্টদের হাতে ।
হরতালত-ব্যারিকেড-ভাংচুর-ক্রসফায়ার-গুম-হত্যা-রাজনীরা-কালোবেড়াল
সব আজ নষ্টদের ছেলেখেলা ।
স্যার, আপনি বলেছিলেন
আমি হয়ত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো ।
আপনি গিয়েছেন, আমরাও আপনার পথে ।
আন্দোলনের স্লোগান দেয়ার জন্য,
বিএসফ এর মনোরঞ্জনের জন্য,
মধ্যরাতে বন্ধুরা আড্ডা দেয়ার জন্য,
দুর্বল পররাষ্ট্রনীতির জন্য,
একটু সচেতন বিবেক বোধের জন্য,
কিংবা সত্য বলার জন্য আমরা মারা যাচ্ছি প্রতি নিয়ত ।
স্যার, আপনি বলেছিলেন
সবকিছু ভেঙ্গে পড়ে, বিশ্বাস-ভালোবাসা-প্রেম, সব, সব ।
আসলেই স্যার, সবকিছুই আজ ভেঙ্গে পড়েছে ।
একে অন্নের প্রতি বিশ্বাস-ভালোবাসা-স্নেহ-মায়া-মমতা সবকিছু ।
ভালোবাসার অপর নাম এখন দুর্বলতা ।
আর স্যার, এখন দুর্বলরাই ভালোবাসে ।
যারা সবল শক্তিমান তারা সবকিছু আনতে চায় তাদের অধিকারে ।
সত্যিই স্যার আজ সবকিছু চলে গেছে নষ্টদের অধিকারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।