মুন রিভার ... এই যে শোনো, হ্যা হ্যা তোমায় ওভারব্রিজে শহর দেখো? ভাবছো তুমি গা বাঁচিয়ে পৌঁছে যাবে বাড়ি? ভাবছো তুমি উড়িয়ে দিয়ে গিরিবাজের শঙ্খ পাখায় প্রশান্তি আর বাতাস মেখে দেখবে মেঘের সারি? তবে শোনো, অবাক হবে সমতলে গুমের এক এক প্রহর কাটে, প্রহর কাটে ... শহরবাসীর ফিসফাসফিস আধাঁর নামে চুপ! দিন শুরু হয় হলুদ কাগজ উগড়ে দিয়ে বিষের কাঁটা দুটো মানুষ ঝগড়া-ঝাঁটা সাথে কিছু ' আমি তুমি ' লাগছে কি অদ্ভুত! খেই হারিয়ে, না ফেলো না আরো আছে রমনা থানা একটু দুরেই মগবাজারে কিছু মানুষ ঝোপে ঝাড়ে সব রাজাকার, কই? এই যে দেখো, মাথা গরম ভাবতে গেলেই মিথ্যে হাসি এসব ছাড়া আরও আছে আমি এখন তাদের কথা বলবো ...ওলো সই! অবাক হলে? ছন্দপতন! দেশটা চালায় রাজা মোহন আমি জানি এখন কিছুই ফ্রিতে বিকোয় না! ক্ষমতা আর জমার খেলায় শিশুগুলো অবহেলায় খাচ্ছে এবং মধুর হাসি হাসছে আমার চোখে চেয়ে ' কিচ্ছু জানিস না ' সরি, তোমার সময়গুলো আহারে, সব ভেস্তে গেলো বরং তুমি ওভারব্রিজেই সময় কাটাও, বেশ? দ্রোহের আগুন জ্বেলে রাখি একটা সময়, একটা পাখি ভুলে গিয়ে প্রিয় উড়ান তোমার পাশেই শব্দচাষে দেখবে বাংলাদেশ! ' শিরোনামে, যে যেখানে, রেগে ওঠো রাগ বলে ওঠো,' এই শালারা, এবার তোরা ভাগ! '
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।