......... কালকে হরতাল তাই আজকে রাতে একটু দেরি করিয়া ঘুমাবো!! কালকে দুপুর ৩/৪ টার দিকে ঘুম থেকে উঠে দাঁত মাজিয়া খাবার গ্রহন করিয়া ছাদে যাইয়া একটি ইটের বড় টুকরা নিয়া পুলিশের উদ্দেশে মারবো!! পরে নিচে নামিয়া বন্ধুদের সাথে আড্ডার দেওয়ার উদ্দেশে তাদের সাথে সাক্ষাৎ করিবো!! ৯/১০ বাজিলে বাসায় আসিয়া সামুতে কিছুখন সময় কাটাইয়া ভাত খাইয়া ঘুমাইতে যাবো!! বি: দ্র: আমি পিকেটার অথবা অথবা সরকার অথবা বিরোধী দলীয় সমথক নই!! মাঝে মাঝে হাতের নিশানা একটু পরীক্ষা করি!!! আসুন এইবার আমরা কয়টি হরতেলের ছবি দেখি যা দেখলে বুঝা যায় হরতাল কি জিনিস!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।