রে রে রে রে হরতাল।
ওরে রে রে হরতাল।
হরতাল, হরতাল।
কিলা তাল, পাকা তাল, হরতাল, হরতাল।
কাজ নাই? বোনো জাল, ছিল ছাল (১)
হরতাল, হরতাল।
ঘা দে তাকে টাকে দিয়ে খন্তা
সকাল হতে সন্ধ্যা, ঝাড়া বারো ঘন্টা।
দে না ঘাটা, দে না সারা দিনটা
ঘা দে তেড়ে, ধেড়ে তাতা ধিন্ তা।
ঝাড় সব জারিজুরি, পাড় যত গালাগাল
হরতাল, হরতাল।
জোরে বল, হরতাল!
আরো জোরে, হরতাল!
ছাড় কষে থান্ডার, দেশের টাকার ভান্ডার
হাতাবার পেতে সুযোগ, হরতাল হলো মহাহুজুগ!
সবাই বল, হরতাল!
গলা ঝেড়ে, হরতাল!
রাস্তায় নাচি মোরা বেয়াকুফ উল্লুক
নেতাজী টেলিভিশন দেখে পান কী যে সুখ!
শুয়ে বসে চুক্চুক্ খান চা হারবাল!
বলে দেন, ‘টানাদিন -
আজ ও কাল হরতাল, হরতাল’!!
[(১) হরতাল যদি অপছন্দ তবে ছন্দ ও তাল ঠিক রেখে
পছন্দের যে কোন শব্দগুচ্ছ যোগ করে গলা ছেড়ে গানটি গাইতে পারেন।
এই গানটি আদিতে রচিত হয়েছিল আওয়ামী লীগের
সর্ববিধ্বংসী হরতাল দিনগুলোর ভয়াবহতায় উদ্বিগ্ন হয়ে।
]
উত্তরকথন: জানি, হরতাল গণতান্ত্রিক অধিকার।
কিন্তু, হরতাল শুধু ক্ষমতা হাতাবার নির্লজ্জ অস্ত্র নয় এ কথাটা যেন রাজনীতিকদের স্মরণে থাকে।
এক দেশ বিরোধী স্বৈর সরকারের বদলে আরেক স্বৈর সরকার জনগণ চায় না!
এখনকার বিরোধী দলকে এ কথাটা মনে রাখা উচিৎ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।