পাগল কবি
আসছে আবার হরতাল,
এদেশের হালচাল, অর্থনীতির হাল
ভেঙ্গেচুড়ে দিয়ে ফের করো গোলমাল।
শকুন-শকুনী মাতো সুখ-নৃত্যে,
জ্বালাও পোড়াও সব, বিবেকের অনুভব
ভুলে যাও কবে ছিলো এই চিত্তে।
শুনবো না কিছুতেই কারো হাহাকার,
দেশের কে ভাল চায়?
কার কি বা আসে যায়
ভাত যদি নাই জোটে রিকশাওয়ালার?
তাদের তো পেট বলে কিছু নেই আর।
আমাদের পেট বড়, আগে তাকে তাই ভরো,
পুরো দেশটাই গিলে করবো সাবার।
যতো পাই ততো চাই নিয়ম এটাই,
অনাহারে থাকে যারা, থাকতে পারবে তারা,
আগে এই আমাদের ক্ষিদে তো মিটাই।
আমরা মনিব, আর চাকর সবাই,
তাই আমাদের তরে যদি কিছু লোক মরে
সে মরণে সুখ ছাড়া আর কিছু নাই।
তাই তো ডেকেছি হরতাল,
রক্তে রাঙ্গানো হাতে আবার উঠবো মেতে,
ক্ষমতার লোভে হবো ফের বেসামাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।