এই হরতাল,
আমার ব্যস্ত জীবনে এক আতংক নিয়ে এসে টেনে ধরে স্বাভাবিক পথ,
আমি এক পা সামনে তো তিন পা পিছনেতে সাত পাঁচ ভেবে হই স্লথ,
এই হরতালে পেটে লাথি,
কেউ কারো নয় সাথি,
কে দিবে আগামীর ডাক।
এই মুন্সিয়ানার ভাব,
দেখেনা কারো অভাব,
ভাবে সব গোল্লায় যাক।
চিন্তায় জেকে ধরে, বার বার মনে পড়ে, আমরাই ম্যাংগো পিপল,
ক্ষুধা মিটাবার তরে, দৌড় ঝাপ করে করে, হয়ে গেছি যেন বেসামাল,
এই হরতাল।
এই হরতাল,
ভাংচুর, অগ্নি, বোমাবাজি করে এক ধ্বংসের খেলা খেলে যায়,
অসহায় পথচারি হুটহাট করে এর শিকারে পরিনত হয়,
এ যেন এক ঋন,
শোধ চলে দিন দিন,
বেড়ে চলে নিত্য অভাব।
এ কাজের শেসে কবে,
হবে কি, না আরো হবে,
দিবে কেউ সঠিক জবাব।
চিন্তায় জেকে ধরে, বার বার মনে পড়ে, আমরাই ম্যাংগো পিপল,
ক্ষুধা মিটাবার তরে, দৌড় ঝাপ করে করে, হয়ে গেছি যেন বেসামাল,
এই হরতাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।