আমাদের কথা খুঁজে নিন

   

ইলিয়াস আলী গুম রহস্য উন্মোচন !!!

houseless man !!!কল্প কাহিনী!!! সকাল বেলা পেপারটা হাতে নিয়ে পড়তে পড়তে এক জায়গায় চোখ আটকে গেল ডঃ তোরাপ আলীর। মঙ্গলগ্রহে বসবাসকারী একজন বাঙালীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাকে নাকি কোন এক দলের এক কর্মী বলেছিলেন ইলিয়াস আলীকে ‘নাই’ করে দেয়া হবে। অ-ডিগ্রীধারী ডঃ তোরাপ আলীর চোখে শয়তানি হাসির ঝিলিক শুরু হয়ে গেছে। সুযোগটা কাজে লাগাতে হবে। ‘নাই’ করবো আমি দোষ হবে অন্যের।

হাঃ হাঃ কি মজা ! এই তোরাপ আলী যে-সে লোক না; বিশাল ক্ষমতার অধিকারী যে কাউকে ‘নাই’ করার ক্ষমতা রাখেন। ডঃ তোরাপ আলীর ডিগ্রী নাই তো কি হয়েছে। বুদ্ধি থাকলে কি-না হয়। ওনার আবার শয়তানি বুদ্ধি বেশি। এ বুদ্ধি খরচ করেই তিনি কোটি কোটি টাকা কামাই করে ফেলেছেন।

তিনি নিজেও জানেন না ব্যাংকে তার কত টাকা আছে। এ টাকার জোরে ইতোমধ্যেই তিনি ‘গুমকল’ নামে আশ্চর্য এক যন্ত্র আবিস্কার করেছেন। গ্যাঁড়াকল, কেঁচিকল, জাঁতিকল সব কলেরই একটা বৈশিষ্ট আছে। গুমকলের বৈশিষ্টই আলাদা। ঐ গুমকলের মধ্যে খোর (খেয়ে ফেলা) নামক এক ধরনের বিশেষ তেল দেয়া হয়।

এই তেল সমুদ্রের গভীর তলদেশের এক পাহাড়ের গাছ গাছালির রস থেকে তৈরী। ঐ তেলের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় এমন কোন বস্তু বা প্রাণী ছেড়ে দিলে তা ঐ গুমকলের তেলের সাথে ধোঁয়ার মতো মিশে যাবে, ঠিক বরফ যেমন পানিতে মিশে যায়। সুবিধে হলো বিদ্যুৎ প্রবাহিত বস্তু বা প্রাণী বরফের চেয়েও অতি দ্রুত মিশে যায় ঐ কলের মধ্যে। ফিরিয়ে আনতে চাইলে নির্দিষ্ট তাপমাত্রায় এ্যাসপিরিন জাতীয় কয়েকটা ট্যাবলেট গুড়ো করে ছেড়ে দিতে হয়। গাড়ী চুরির কৌশল থেকে এই গুমকলের আবিষ্কার।

যে কোন গাড়ী এনে শুধু গুমকলের মধ্যে ছেড়ে দিতে পারলেই কেল্লা ফতে। তার পর সময় সুযোগ বুঝে রং টং পাল্টে চড়া দামে বিক্রী। যাই হোক ইলিয়াস আলীকে ধরে এনে এই গুমকলের মধ্যে ছেড়ে দিতে পারলেই ব্যস ‘নাই’ হয়ে যাবে। র‌্যাব-পুলিশ এমন কি বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দাদের সাধ্যও নাই তাকে খুঁজে বের করার। আসলেই কি ইলিয়াস আলী, অ-ডিগ্রীধারী তোরাপ আলীর ‌‍‌‌'গুমকলে'??? কেউ কি পারবেন এই রহস্য উন্মোচন করতে??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.