I love you more than I can say... http://on.fb.me/ZU9ABE কাল মনে হলো যেন তোমাকে দেখলাম। অন্য একটা ছেলের সঙ্গে, খুব সকালে। পেছণ থেকে দেখামাত্রই আমার মনে হলো তুমি ঠিক এইধরনের ড্রেসই পড়তে। মেয়েটার গড়নও ছিল ঠিক তোমার মতোই। কেন যেন একটু পর মনে হলো, মেয়েটা তুমিই ছিলে।
আমি জানি না তোমাদের মাঝে যেই সমস্যা তৈরি হয়েছিল তা ঠিক হয়ে গেছে কি না। জানতে চাইও না। কিন্তু এরপরও মনে হয়, এখনও কি তোমাকে ফিরে পাবার সুযোগ আছে?
মানুষ বলে, ভালোবাসার মানুষ চলে গেলে সে কখনোই ভালোবাসেনি। ভালোবাসলে সে চলে যেতে পারে না। একটা সময় কষ্ট পাওয়ার পর অনেককেই এই কথা বলতে শুনি আমি।
সত্যি কথা কি জানো, আমিও এই কথা বলতে চাই। ভাবতে চাই। কিন্তু পারি না। আমি আজও বিশ্বাস করি তুমি আমাকে অনেক ভালোবাসতে। তাহলে কেন চলে গেলে? ভালোবাসার মানুষের ভুলগুলো কি একবার একটু ক্ষমার চোখে দেখা যেত না? আজ এতোদিন পর আমি তো একটুও তোমাকে ভুলতে পারিনি।
তুমি কীভাবে এতোদূরে চলে গেলে? তাহলে কি তুমি ভালোবাসোনি?
আমি জানি ভালোবেসেছিলে। হয়তো তুমি যেমন আমার জীবনে বেস্ট হয়ে আছো, আমি তোমার জীবনে সেটা হতে পারিনি। বিশ্বাস করো, আমি হবার চেষ্টাও করিনি। আমি কেবল চেষ্টা করেছিলাম তোমাকে একটু হাসিখুশি রাখতে। তোমাকে ভালো রাখতে।
তোমাকে ভালোবাসতে। পারিবারিক কারণে সেই চেষ্টার একটু ত্রুটি হওয়ার মাশুল যে এভাবে দিতে হবে, সেটা কখনোই মাথায় আসেনি।
যাই হোক, অদম্য ইচ্ছে থাকার পরও তোমাকে ফোন বা মেসেজ দেয়া থেকে বিরত থাকছি। তুমি জানতে না, তোমাকে ভালোবাসার পাশাপাশি সবসময়ই আমি শ্রদ্ধাও করতাম। তবে সেই শ্রদ্ধা থেকে নয়, বরং কড়া কিছু শোনার ভয়েই তোমাকে সরাসরি কিছু বলতে বা মেসেজ পাঠাতে সাহস করতে পারি না।
আমার খুব জানতে ইচ্ছে করে, তুমি কেমন আছো। খুব জানতে ইচ্ছে করে, তুমি আবার কবে আমার কাছে আসবে।
আমি জানি তুমি এর উত্তরটা কী দেবে। কিন্তু মন খুব খারাপ জিনিস। সে নিজে যেটা বিশ্বাস করে সেটা শোনার আগ পর্যন্ত শান্তি পায় না।
সেই অশান্তিতেই ভুগছি আমি। আর এর মধ্যেই খুঁজে নিয়েছি অপেক্ষা করার মতো এক অনুভূতি। যার ফলে সবসময়ই ভাবি, তুমি আসবেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।