বলগে মোঃ নুর ইমাম মেহেদী ভাই এর পোষ্ট টা আর ২ ঘন্টা যাবত বিদ্যুৎ না থাকায় অতি মাত্রায় অনুপ্রাণিত হলামমমমমমম... সামনের ইলেকশনে ভোট দিবেন কারে ???(দুঃখিত!! দেশ টারে ৫ বছরের জন্য লিখে দিবেন কোন দলকে???) আমি চিন্তা করতাসি যে এইবার জীবনের প্রথম ভোট হাচিনা আফার কপালে মাইরা নিজেকে দা্য় মুক্ত করুম আসেন আলোচনা করি...কেন দিব...কারণ তিনি ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করিয়াছেন।৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কই..যার কারণে প্রতি ৩৫ মিনিটের জন্য দেড় ঘন্টা বিদ্যুৎ থাকেনা...তাইলে আগামীবার যদি আবার গদিতে বসাই তাইলে তনি বলিবেন এইবার ৭০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করিয়াছি....আমরা দেখব ০ মিনিটের জন্য ৪ ঘন্টা লোডশেডিং...হা হা হা হা..আর তিনি বলিবেন আমরা দেশের উপকার করেছি...বিশ্ববাসী বাংলাদেশ কে চিনে এই কারনে যে একবিংশ শতাব্দির দেশ বিদ্যুৎ ছাড়া চলে..আদা-পাদা-ভাদা সবাই আসবে অন্ধকারে চুরি করার জন্য।আর তিনি গর্বে গর্ভবতি হইয়া যাইবেন যেমনটি হইয়াছিলেন তিনার পিতা আমগো না.... সরকারের বিদ্যুৎ মন্ত্রীরে পাইলে জুতা খুইলা মুজা দিয়া ফিডাইতাম...আইজ শুক্কুর বারেও লোডশেডিং করতে হইব...সকাল ৭ টার পর থিকা ১ ঘন্টা থাকার জন্য ১ ঘন্টা নাই.....জুমার নামায পড়সি বিদ্যুৎ ছাড়া....মসজিদ থেকে বের হয়ে দেখলাম এক মধ্য বয়সী লোক যার পান্জাবির লগে পায়লামডাও ভিজা দুর থিকা দেখলে মনে হইব মুইত্তা দিছে কিন্তু কারণ তও সেটা না.... এর পর থিকা তো অত্যাচারের মাত্রা আরো বাইরা গেলো...৩৫-৫০ মিনিট থাকার জন্য ১ ঘন্টা নাই বাংলাদেশ সুপ্রীম কোর্টের দরকার ভাদা-পাদা-আদা গোরে লইয়া একটা হাইব্রীড ক্ষমতার তদন্ত কমিটি গঠন করা....কিল্লাইগা জানেন....????? ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ গেলো কই কয়েক দিন পর প্রতিবেদনে আসবে যে বিম্পির ফেডে গেছে... ১ লাখ পেজের প্রতিনেদনে আরো বলা থাকবে যুদ্ধাপরাধীর বিচার বানচাল এবং দূর্নীতিবাজ ছেলেদের রক্ষা করার জন্য বিম্পি সব বিদ্যুৎ খায়া ফালাইসে...যাতে কইরা তদন্ত কমিটি এবং দুদক কোনো কাগজ খুইজা না পায়। আসল কথা কি জানেন...বিদ্যুৎ কই গেছে...আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থিকা জানা গেছে প্রেসিডেন্ট নামক ব্যাটারি চালিত মানবের ব্যাটারি রিচার্জ করার জন্য ৩৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার মাগার উৎপাদন হইতাসে ৩৫০০ মেগাওয়াট যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বলিয়াছে ঘটতি মিটাতে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সৈয়দ আশরাফের শ্বশুর বাড়ি থেকে আনার চুক্তি সম্পাদন শেষ এই পোষ্ট দেখে বলগে চুশিল দের গা জল্লে আমার কিছুই করার নেই...একবার ব্যান খাইসি আর শখ নাই না হইলে ভাষার সরকার উপযোগী প্রোয়োগ দেখাইতে মন চাইতাসে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।