আমাদের কথা খুঁজে নিন

   

মাইয়া মানুষের মতিগতি বোঝা দায়

একটা মজার ঘটনা মনে পড়ে গেল... আমাদের এক বন্ধু বেশ অল্প বয়সেই বিয়েশাদী করে ফেলেছে... প্রেম করে বিয়ে আর কি... মেয়ে অসম্ভব রাগী, জেদি আবার খানিকটা বোকা টাইপের... এদিকে বন্ধু তো বেশ বিপাকে... হিমসিম খাচ্ছে সব দিক ম্যানেজ করে চলতে... একদিন আমি আর বন্ধু বেড়াতে গেছি কুকিজারে (যতদূর মনে পড়ে)... বন্ধুর স্ত্রী বন্ধু কে ফোন দিলো... মুখের এক্সপ্রেশন দেখে বুঝলাম আবার কিছু একটা ঘিপচিং হইছে... বন্ধুরে জিজ্ঞাসা করলাম, ; কিরে? কি হইছে আবার? - কি আর হবে...! ও ঢাকা যাইতে চাচ্ছে... এখন আমাকে নাকি আগায় দিয়ে আসতে হবে!! ; মানে!!! এত রাতে ঢাকা যাইবি নাকি??? - বুঝতেছি না... ওর বাসা থেকে নিষেধ করতেছে... কিন্তু সে শুনতেছে না... কাজের কাজ হইছে একপাতা ঘুমের ওষূধ (সেডীল) কিনে নিছে... ওর কথা না শুনলে নাকি সব গুলা একসাথে খাবে হুমকী দিছে...!! ; হায় হায়!! কস কি! -হুম, টাইম লিমিট ও দিয়ে দিছে... - তাইলে উপায়??? ; আরে ব্যাপার না... দেখি না কি হয়!! (বন্ধু ফুল কনফিডেন্ট!) এদিকে আস্তে আস্তে টাইম লিমিট ও ক্রস করে গেল... আমরা ভরপুর খানাপিনা করে অটোর জন্য দাঁড়ায় আছি... বন্ধু ফোন দিল তার শ্বশুর বাড়িতে... হয়ত উহার স্ত্রী ওষূধ সব খাইছে কিনা কিংবা ঘুম না ধরলে আরো লাগবে কিনা ইত্যাদি জানার জন্য!! পরে আমরা জানতে পারলাম বন্ধুর স্ত্রী বসে বসে টিভিতে হিন্দি সিরিয়াল দেখতেছে...! আর সে একটা ওষূধ ও খায়নি... মনে হয় সাহসে কুলায় নি... ওষূধ খাইলে যদি তাড়াতাড়ি ঘুম ধরে, সিরিয়ালটা মিস হয়ে যায় ! হয়ত বা এই ভয়ে... বন্ধু কে দেখলাম একখানা মুচকি হাসি দিতে... আর আমি মাথা চুলকাইতে লাগলাম...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.