আমাদের কথা খুঁজে নিন

   

হরতালকারীদের জামিন: খুলনায় বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

খুলনা ব্যুরো, বার্তা২৪ ডটনেট খুলনা, ২৩ এপ্রিল: ২০ হরতালকারীকে জামিন দেয়ার পর খুলনা মহানগর হাকিম জাহিদ হাসানের কগনিজেন্স (আমলি) ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। খুলনা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অভিযোগ দেয়ার পর সোমবার সকালে খুলনা মহানগর হাকিম শেখ আব্দুল আহাদ এ আদেশ দেন। সিএমএম অফিস থেকে জানানো হয়, আইনজীবী সমিতির অভিযোগের কারণে মহানগর হাকিম জাহিদ হাসানের কগনিজেন্স (আমলি) ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। সোমবার তিনি কোনো মামলা গ্রহণ করেননি। উল্লেখ্য, শনিবার ২০ হরতালকারীকে জরিমানা দিয়ে জামিন দেয়ায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.