আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতুর আন্তর্জাতিক টেন্ডার আহ্বান

অবশেষে নিজস্ব অর্থায়নে নির্মাণের জন্য পদ্মা সেতুর টেন্ডার আহ্বান করা হয়েছে। শুধুমাত্র মূল সেতু নির্মাণে ১০ হাজার কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে এ দরপত্র আহ্বান করা হয়। আজ বুধবার দুপুরে সেতুর টেন্ডার আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু নাসের। তিনি বলেন, সেতু বিভাগ থেকে অনলাইনে টেন্ডার আহ্বান করা হয়েছে। এর আগে আজ বুধবার সকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, আজ বিকেলে বা আগামীকাল বৃহস্পতিবার পদ্মা সেতুর টেন্ডার আহ্বান করা হবে।

সচিবালয়ে বাংলাদেশে সফররত চীনের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ফিন জিয়েন লিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। যোগাযোগমন্ত্রী বলেছিলেন, ১০ হাজার কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে। তবে এটা শুধু মূল সেতু নির্মাণে ব্যয় করা হবে। তবে নদী শাসন কাজে পৃথক দরপত্র আহ্বান ও আলাদা অর্থ ব্যয় করতে হবে। তখন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মিত হবে।

নিজস্ব অর্থে মূল পদ্মা সেতু নির্মাণের মতো অর্থ আমাদের হাতে রয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.