দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন ঢাকার জ্যামে এম্বুলেন্সগুলো যখন আটকা পড়ে থাকে, ভিতরের অসুস্থ মানুষটির মত এম্বুলেনস্টিরও শত আর্তচিতকারেও দায়িত্বরত ট্রাফিকপুলিশসহ কারো কিছুই যায় আসেনা, তখন ভিষন কষ্ট পাই। অসহায় হয়ে শুধু চেয়ে থাকি আর ভাবি আল্লাহ না করুন আমার কেউ যদি এমন অবস্থায় পড়ে তখন আমার কি হবে?। শুধু একটা দীর্ঘ-শ্বাস বেরিয়ে আসে। আজ হরতালের দিন আমার খুব ভাল লেগেছে যখন দেখেছি এম্বুলেন্সগুলো বিনা বাধায় রাস্তা পার হচ্ছে। একটি অনুরোধ; আপনি যদি কোন গাড়িতে থাকেন আর পিছনে যদি কোন এম্বুলেন্স থাকে, দয়া করে কমপক্ষে আপনি এম্বুলেন্সটিকে আগে যেতে দিবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।