আমাদের কথা খুঁজে নিন

   

পোশাক গরীবকে দান করার ফজীলত এবং মহানবী (সাঃ) এর পোশাক ।

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । মহানবী (সাঃ) বলেছেন, "কোন মুসলমান অপর গরীব নিঃস্ব মুসলমানকে যদি নিজের পুরাতন পোশাক (দান করে) পরিধান করায় ; আর এতে তার উদ্দেশ্য হয় একমাত্র আল্লাহ সন্তুষ্টি ও রেযা (খূশী) , তবে যতদিন পর্যন্ত সে মুসলমান জীবিত কি মৃত (কাফন) অবস্হায় সে পোশাক পরিধান করবে , ততদিন পর্যন্ত দাতা ব্যাক্তি আল্লাহ'তায়ালার বিশেষ তত্ত্বাবধান ও খাছ হেফাজতে স্হান পাবে এবং সে আল্লাহ পক্ষ থেকে কল্যাণ লাভ করতে থাকবে । " মহানবী (সাঃ) সব সময় সাদাসিধে পোশাক পরতেন এবং সহজেই হাতের কাছে যে পোশাক পেতেন তাই পরতেন । সবুজ রঙের পোশাক উনার খুবই ভালো লাগতো ।

বেশির ভাগ তিনি সাদা পোশাক পরিধান করতেন । তিনি বলতেন, 'তোমাদের জীবিত ব্যাক্তিদের সাদা পোশাক পরিধান করাও এবং মৃতদেরকে এ দ্বারা দাফন দাও । ' মহানবী (সাঃ) মিহিন সবুজ রঙের কাবা বা বিশেষ পোশাক ছিলো । উনার উজ্জ্বল দেহে উহা খুবই চমৎকার দেখাতো । মহানবী (সাঃ) সব সময় টাখনুর উপরে পোশাক পরিধান করতেন ।

মহানবী (সাঃ) ডানদিক থেকে পোশাক পরিধান করতেন এবং নিম্নোক্ত দোয়া পড়তেনঃ "সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পোশাক পরিয়েছেন , যদ্দারা আমি ছতর আবৃত করি এবং সজ্জ্বা ও সৈান্দর্য্য লাভ করি । " পোশাক অপসারণের সময় তিনি বাম দিক হতে খুলতেন । নতুন কোন পোশাক পরিধান করলে পুরাতন পোশাকটি গরীবকে দান করে দিতেন । মহানবী (সাঃ) পোশাক হিসেবে যেটি ব্যবহার করতেন, অনেক সময় বিছানা স্বরূপ তাই ব্যবহার করতেন । তিনি খালি চাটাইয়ের উপরও শুয়ে যেতেন এবং এর নীচে কিছুই দেওয়া হতো না ।

সূত্রঃ মুক্কশাফাতুল ক্বুলুব বা আত্নার আলো । ইমাম গাজ্জ্বালী (রহঃ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.