আমাদের কথা খুঁজে নিন

   

কারখানা থেকে পোশাক না নেওয়ার ঘোষণা দিলেও বাংলাদেশ থেকে পোশাক নিলো ওয়ালমার্ট

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বেশ কিছু কারখানা থেকে পোশাক না নেওয়ার ঘোষণা দিলেও সম্প্রতি এমনই দু’টি কারখানা থেকে পোশাক নিয়েছে বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগের রেকর্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে গত এপ্রিল মাসে সাভারের রানা প্লাজা ধসে বহু শ্রমিকের প্রাণহানির পর ওয়ালমার্ট ২০০টি কারখানার তালিকা প্রকাশ করেছিল। নিরাপত্তা সমস্যা, শ্রমআইন লঙ্ঘন ও অননুমোদিত সাবকন্ট্র্যাক্টের কারণে এসব কারখানায় আর উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে বলে তারা ঘোষণা দিয়েছিল। কিন্তু সম্প্রতি এ তালিকায় থাকা দু’টি কারখানা মার্স অ্যাপারেলস ও সিমকো ড্রেসেস মেয়েদের পোশাকের বড় বড় চালান ওয়ালমার্টে পাঠানো অব্যাহত রেখেছে।

ওয়ালমার্টও তাদের পোশাক গ্রহণ করেছে। ওয়ালমার্টের মুখপাত্র কেভিন গার্ডনার এ ব্যাপারে জানান, মার্সের কাছ থেকে পোশাক নেওয়া হয়েছে কারণ তারা এখনও নিশ্চিত নন সেখানে ওয়ালমার্টের নীতি অনুসরণ করা হচ্ছে কিনা। আর সিমকোর পোশাকের অর্ডার আগেই দেওয়া হয়েছিল, ক্ষতি যাতে না হয় তাই সেগুলো নেওয়া হয়েছে। এর আগে কারখানাগুলোয় নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য ওয়ালমার্ট উদ্যোগ নেবে জানানো হলেও এ ঘটনায় তাদের উদ্যোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাপ্লাই চেইন ও শ্রমিকদের কাজের পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা ওয়ালমার্টের নেই বলেও অভিযোগ করেছে গণমাধ্যম।

এছাড়া সাভার ট্র্যাজেডির পর বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আগুন ও ভবন নিরাপত্তা নিয়ে একটি চুক্তিতে সই করে। এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ওয়ালমার্ট। মুল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।