আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পোশাক



আমরা আমাদের চার পাশে একে অপরকে ফলো করি এটা খারাপ কিছু না, তবে সিনেমা বা চিএ জগতের পোশাক যদি আমরা আমাদের প্রতিদিনের সাজ সজ্যায় নিয়ে আসি সেটা একটু ব্যমানান ই দেখায়, আমি বলবোনাজে এটা খারাপ তবে আমাদের দেশের সামাজেক অবস্তা কিছুটা হলেও আমরা মেনে চলি আর আমি মনে করি এটাই আমাদের করা উচিত। এই কথা গুলো বলার জন্য বলা ঠিক তা ন্য় আমরা প্রাই লক্ষ করে আসছি আমাদের দেশে বিভিন্ন নাইকাদের+নায়কদের পোশাকে আমার দেশের ভাই বোনেরা ঝুকে পরছেন আমাদের আধুনিক সমাজে এটা আমিও প্রসংশা করি,আধুনিক পোশাক প্রত্যেক মানুষকে সুন্দর করে তোলে । কিন্তু জনসমাগম ও ব্যস্ত নগরির মাঝে আজ আমার চোখটা হঠাত একটি মেয়ের পোশাকে দৃষ্টি পরে আশ্চয হলাম সে আমারই প্রিয় নাইকা ক্যটেরিনার পোশাকে আমাদের শহরে ঘুরে তার প্রয়োজনে ছুটে চলছে কেনো যেনো এটা আমার ভাল লাগেনী---অবশ্য আমার ভাল না লাগায় তার কিছুই যায় আশে না তা আমি যানি কিন্তু আমার ভাল না লাগাটাকি আমার অপরাধ এই মানুষিক চাপটাই আমাকে এই লেখাটা উপস্থাপন করতে উৎসাহ যোগিয়েছে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.