আমাদের কথা খুঁজে নিন

   

ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিনিই (খালেদা জিয়া) তাকে বলেছেন তুমি লুকিয়ে থাক..

ভালো। হত্যা-গুম করা বিএনপির চরিত্র মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের কোন ইস্যু না পেয়ে তারা নতুন নতুন নাটক সাজাচ্ছে। ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিনিই (খালেদা জিয়া) তাকে বলেছেন তুমি লুকিয়ে থাক। হারিছ চৌধুরীকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মতো তিনিও (ইলিয়াস আলী) লুকিয়ে আছেন কিনা কে জানে? মুজিবনগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামের জামাল উদ্দিনকে তারা (বিএনপি) নিজেরাই হত্যা করেছিল। আর হারিছ চৌধুরীকে তো তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিছ চৌধুরীর মতো তিনি (ইলিয়াস আলী) নিজেকে লুকিয়ে রেখেছে কিনা তা কে জানে। আন্দোলনের কোন ইস্যু না পেয়ে তিনি হয়তো নেত্রীর কথায় লুকিয়ে আছেন। কারণ তিনি (খালেদা) কখন যে কোন খেলায় মাতেন তা তিনিই জানেন।

বিএনপির জোট সম্প্রসারণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বীকৃত খুনি ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে তারা নতুন করে জোট গঠন করেছে। খুনিদের নিয়ে যারা রাজনীতি করেন, হত্যা-খুন করা তাদেরই চরিত্র। বিএনপির বিগত শাসনামলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) দেশ পরিচালনার সময় দুর্নীতি করেছেন, সবাইকে দুর্নীতিবাজ বানিয়েছেন। নিজের ছেলেদের দুর্নীতি শিখিয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, যিনি নিজের ছেলেদের দুর্নীতি করতে শেখান, তাদের কাছ থেকে জাতি কি শিখবে? তিনি বলেন, জিয়াউর রহমানই দেশে হত্যা-ক্যু’র রাজনীতি শুরু করেন।

নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য ছাত্রসমাজের হাতে অস্ত্র তুলে দেন। ‘রাজনীতিবিদরা খারাপ’ এমন কথা প্রচার করে নিজেই রাজনৈতিক দল গঠন করেন। বঙ্গবন্ধু মদের লাইসেন্স বাতিল করে দিলেও উচ্চ গলায় বিসমিল্লাহ বলে যিনি ক্ষমতা দখল করেছিলেন সেই জিয়াউর রহমানই আবার মদের লাইসেন্স দেন। ধর্মের নাম নিয়ে তারা ক্ষমতা দখল করে। এক হাতে মদের গ্লাস অন্য হাতে বিসমিল্লাহÑ এটাই তাদের কাজ।

এরাই আবার পরে ধর্মের রক্ষাকারী হয়ে যায়। কারণ আমাদের দেশের মানুষকে খুব সহজে বিভ্রান্ত করা যায়। সমুদ্র বিজয় প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু সমুদ্রসীমা নিয়ে আইন করে গিয়েছিলেন। এরপর কোন সরকার এসে এটা নিয়ে কোন উদ্যোগ নেয়নি। আমরা আবার ক্ষমতায় এসে মামলা করে মিয়ানমারের সঙ্গে বিজয়ী হয়েছি।

স্থলসীমা নির্ধারণেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। অনেকগুলো ছিটমহল ও সীমানা আমরা নির্ধারণ করে র‌্যাটিফাই করেছি। কিন্তু ভারত এখনো এগুলো রেটিফাই করেনি বলে দখলে যাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা এসেছে। তাই দেশের ও জনগণের জন্য আমাদের দরদ আছে।

তিনি বলেন, আমরা জানি দেশের জন্য জনগণের জন্য কি করতে হবে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষ কিছু পায়। বাংলাদেশ বহির্বিশ্বে প্রশংসিত হয়। অন্যদিকে বিএনপি ক্ষমতায় এলে দেশে হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান হয়। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুরঞ্জিত প্রসঙ্গে প্রধানমন্ত্রী সহকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় মন্ত্রীর পদত্যাগের নজির আওয়ামী লীগই সৃষ্টি করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দ-র্নীতির অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেননি। তাই বর্তমান ঘটনা নিয়ে বিরোধী দলের সমালোচনার ‘অধিকার’ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তিনি বলেন, এপিএসরা বাইরে কি করে বেড়ায় তা আমাদের জানার কথা নয়। এপিএসের কারণে মন্ত্রী পদত্যাগ করেছেন এমন নজির বাংলাদেশে নেই। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষক লীগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের বিষয় নিয়ে গতকালই প্রথম তিনি এসব কথা বলেন।

মন্ত্রীর পদত্যাগ নিয়ে জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী থাকতে খালেদা জিয়ার এপিএস শামসুল আলম দ-র্নীতি করেছিলেন, কই তিনি তো পদত্যাগ করেননি, বিরোধী দলের নেত্রীর এপিএসের দ-র্নীতির কথা তো কেউ পত্রিকায় লিখছে না। এগুলো স্মরণ রাখা উচিত। কারও উদ্দেশ্য জিঘাংসা থাকলেও লিখতেই পারেন, এক্ষেত্রে আমার বলার কিছু নেই। ’ সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ইনকাম ট্যাক্সের ফাইলে সম্পদের যে হিসাব দিয়েছেন তা সঠিক কিনা? সুরঞ্জিতকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বস্তুনিষ্ঠতার অভাব রয়েছে উল্লেখ করে বলেন, ‘রুলস অব বিজনেস দেখে পত্র-পত্রিকায় লিখলে ভালো হয়। ’ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইলিয়াস আলী প্রসঙ্গে প্রধানমন্ত্রী একই সমাবেশে ইলিয়াস আলীকে গুম করার অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশে গুমের রাজনীতি বিএনপি শুরু করেছে।

আমরা গুমের রাজনীতি করি না। তারা (বিএনপি) নিজেরা নিজেদের লোক মেরে আমাদের ওপর দোষ চাপায়। ’ মঙ্গলবার মধ্যরাত থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ‘নিখোঁজ’ রয়েছেন থানা ও আদালতে অভিযোগ করেছে তার পরিবার। একদিন পেরিয়ে গেলেও পুলিশ তার খোঁজ দিতে না পারায় বিএনপি অভিযোগ করেছে সরকারের আইন-শৃংখলা বাহিনী ইলিয়াসকে গুম করেছে। বুধবার এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেন, র‌্যাবের লোকেরা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে।

এর জবাবে শেখ হাসিনা বলেন, ‘আপনারা তাদের ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছেন। আমরা তাদের মানবাধিকার ট্রেনিং দিচ্ছি। আপনাদের সৃষ্টিই আপনাদের খাবে। ’ বিগত চারদলীয় জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে বিএনপির সমালোচনা করেন তিনি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.