আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গম লাইসেন্স

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ... অভিমানে হতাশায় কেটে যায় জীবন। সম্পর্কগুলো আলগা হয়ে মহাদেশীয় প্লেটের মত ছড়িয়ে যায় দূর থেকে দূরে। ভালোবাসা হয়ে যায় মূল্যহীন। ভারী পকেট কিংবা নাগরিক স্ট্যাটাস হয়ে যায় সম্পর্ক গড়ার মূল স্তম্ভ।

মন নয় দেহটাই হয়ে যায় ভেঙ্গে যাওয়া হৃদয়ের বেঁচে থাকার ভরসা। লাখ টাকা খরচ করে ধুমধাম করে কিনে আনি যৌন সঙ্গমের লাইসেন্স। একটি বিয়ে। ভালোবাসা হয়ে যায় মূল্যহীন। জীবন হয়ে যায় কম্প্রমাইজ আর ছাড় দেয়ার বিশাল এক মহাকাব্য।

অতঃপর একটু সুখের আশায় পুরানো অস্তিত্ব, পুরানো প্রেম খুঁজে ফেরা কিংবা নতুন কোন ঠিকানা। অথচ ঘরে বউ আছে, সন্তান আছে... কিংবা সতী সাধ্বী নারীটির ভ্যাবলা একটা স্বামী আছে। তবু পরিবর্তনে বিশ্বাসী... জীবনটা তো কোন কিছু না পাওয়ায় সীমাবদ্ধ থাকতে পারে না। আর ঠিক এভাবেই প্রতিটি লাইসেন্সের মাঝেও একটা কিন্তু থেকে যায়। প্রতিটা মানুষের বাইরের খোলসের ভেতরে গড়ে ওঠে নোংরা পচা পুতিগন্ধময় আরেকটা মানুষ।

মৌলভীবাজার, ২৬জুন ২০১৩, রাত ৯ টা ৩৫ মিনিট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।