আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গম

আমি পবিত্র ভালোবাসার কথা বলি,আমি পরিবর্তনের স্বপ্ন দেখি,চাই আনন্দের পৃথিবী।

একটি পবিত্র শিশুর জন্ম হোক, যার জন্ম নিবন্ধনে, তার প্রকৃত পিতা-মাতার নাম লিখা যায়। একটি পবিত্র শিশুর জন্ম হোক, যার ভিতর সৃষ্টিকর্তার পবিত্রতা পাওয়া যায়। হুম,এমন একটি শিশু, আমি তোমায় দিতে চাই, তোমার পবিত্র উদরে,যে হারাম ছোবে না কখনো। এমন একটি শিশু দেব তোমায় , তুমি মন স্থির করে এসো।

স্বীকৃতি নিয়ে মোরা সঙ্গম করিব, ভালোবাসার উল্লাসে,সৃষ্টির উল্লাসে। একটি উজ্জ্বল শিশু, যে ভালোবাসার স্বীকৃতিতে উজ্জ্বল। তোমার আমার পবিত্র ভালোবাসায়, এক পবিত্র শিশু। আর যদি দেহের প্রয়োজনে সঙ্গম হয়, তবে যেন এমন কোন শিশু না আসে, যার মৃত দেহ পরে থাকে ড্রেনে, এমন একটি মৃত শিশুর ফ্যাকাসে ছবি ভাসে, আমার ভয়ার্ত চোখে, বেচেঁ থাকার আকুল আর্তনাদের ছবি। --------------------------------------অপরিপক্ক লিখা।

২০০৩ সালের কোন একদিনের লেখা। ড্রেনে পরে থাকা এক শিশু, মৃত শিশু দেখেছিলাম। হয়তো অকাল গর্ভপাতের ফল। plz stop abortion................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।