আমাদের কথা খুঁজে নিন

   

বিপন্ন সঙ্গম

/

আমার বিপন্ন প্রেম, বিপন্ন প্রজাতির ন্যায় গর্ভধারী সাত মাসের প্রতিভাবানের জন্ম দেয় কৃশকায়রূপে নেই তার সুতীব্র চিতকার। ধ্বনি প্রতিধ্বনিতে শতবর্ষের হিমচুড়া ফেটে নামবে হিমবাহ, ঝর্ণার ঝরঝর প্রমত্বা স্রোতস্বিনীর উত্যাল মুর্ছনায় অতীত ও ভবিষ্যতের তীর ভেঙ্গে পড়বে বর্তমানের যোজনরূপে। কোথা সে সঙ্গম ? দীর্ণ, শীর্ণ, ভীরু আত্বা। নৈর্ব্যক্তিক চিহ্নে দীপান্বিতা তারকার বশংবদ হত দু হস্তের করতলে। অজস্র তারা সুঁতোয় গেঁথে সাতপাটি সীতাহার স্তনচুড়ায় শোভা পেত। আজ ছায়াপথে করুণাগ্রাহী বৈষ্ণব বৈষ্ণবী হয়ে ভিক্ষে করি একটা দুটো ফেলনা তারার লোভে। আশার শর্বরীর নক্ষত্র দূরত্বে তুমি ভয় পেলে। আমার লজ্জিত প্রেম, যেথা খুলে হত প্রাজ্ঞ বিদ্যাপিঠ কাঠের রেকে অস্তিত্ব অনস্তিত্বের বৈচিত্রময় বিপুল সম্ভার, আমার নগ্ন শরীর তোমার পৌরণিক হলুদ পৃষ্ঠার বর্ণনায় আমি বেআব্রু হলাম। হায় ! কোথা সে প্রেম ! এ কি নিছক খেলা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.