আমাদের কথা খুঁজে নিন

   

শুন্য সঙ্গম

ক্রমাগত ডানা ঝাপটাতে শুরু করেছে
ঝিঁঝিঁপোকা গুলো,
আবেগী আহ্ববান শুধু সঙ্গমের,

পলাশী আবিরে রেঙ্গেছে গোধূলী আকাশ
সুগন্ধী আহ্ববান ছুঁয়ে যায়
আত্মহারা হই সাড়া দিতে,

নেমে আসে চেনা আঁধার
ঝাউয়ের তলে অস্ফুট শিৎকার
আবারো আহ্ববান জ্বলে ওঠা জোনাকিতে,

আঁধার চেরা ধূসর পথে
ফিসফিসিয়ে অশরীরী বলে যায়
নিসঙ্গ তুই এ পৃথিবীতে।


রিহাজ - ১৩.০৩.২০১৪

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।