আমাদের কথা খুঁজে নিন

   

ইরান মার্কিন ড্রোনের সব তথ্য সফলভাবে উদ্ধার করেছে

মানুষের সাধ্যেরে বাইরে কিছুই নেই, যদি তার নির্ভেজাল বোধগম্যতা থেকে থাকে। ইরান ভূপাতিত মার্কিন আরকিউ-১৭০ ড্রোনের সংকেতাবন্ধ সব তথ্য সফলভাবে উদ্ধার করতে পেরেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলি ফাদাভি এ ঘোষণা দিয়েছেন। রিয়াল অ্যাডমিরাল আলি ফাদাভি আরো জানান, আরকিউ-১৭০ সেন্টিনেল ড্রোনের মেমরিতে এ ড্রোন পরিচালনা, মেরামত, ড্রোনের সংগৃহীত তথ্য এবং কতোবার গোয়েন্দা অভিযানে চালিয়েছে তার সব তথ্য সংরক্ষিত ছিল। কিন্তু এ সবই সংকেতমোচন করে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। রিয়াল অ্যাডমিরাল ফাদাভি বলেন, ২০১০ সালে মেরামতের পর নিহত আলকায়দা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য এ ড্রোনটি মোতায়েন করা হয়েছিল। ইরানি সেনাবাহিনীর ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এরআগে জানিয়েছে, গত ডিসেম্বরের ৪ তারিখে ইরানের আকাশে ঢোকার পর রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন আরকিউ-১৭০ ড্রোন সফলভাবে নামিয়ে আনা হয়। মার্কিন লকহীন মার্টিন কোম্পানির তৈরি ড্রোনটি আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরানের আকাশসীমায় ঢুকেছিল।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.