ইসরায়েলকে মশা এবং নিজেদের হাতির সঙ্গে তুলনা করেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রাহিমি। তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকিকে হাতির ওপর মশার আক্রমণ হিসেবেও অভিহিত করেছেন। গত মঙ্গলবার ইরানের পূর্ব আযারবাইজান প্রদেশে একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। রেজা রাহিমি বলেন, ইসরায়েল ইরানে হামলা করলে তা হবে হাতির ওপর মশার আক্রমণের মতো। যারা হিজবুল্লাহর মতো একটি গ্রুপের কাছে হেরে গেছে, তারাই এখন ইরানকে হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছে। ইসরায়েলের এটা জেনে রাখা উচিত সিংহের লেজ নিয়ে খেলতে হয় না। আমেরিকায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে যে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে তার সমালোচনা করে তিনি বলেন, ইহুদিরা এমন যে তারা তাদের নিজেদের নবীকেও সম্মান করে না। বিশ্বব্যাপী ইসলামের প্রভাব বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা ওই চলচ্চিত্র নির্মাণ করেছে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র : আইআরআইবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।