আমাদের কথা খুঁজে নিন

   

মহাশয়ের জ্ঞান!!!!!! - ২

আমি নিশাচর মনকষ্ট নিয়া মহাশয়কে শুধাইলাম "গার্লফ্রেন্ড বিনা দোষে গালি দিয়াছে,আমি তাহার সহিত কথা বন্ধ করিয়াছি" তিনি বলিলেন "কি গালি দিয়াছে ??" আমি বলিলাম "বদি বাচ্চা"(বদের বাচ্ছা) তিনি বলিলেন " জীবনে যাহা কিছু সবই পজিটিভ নিবার চেষ্টা করিবা সে তোমাকে অতি পছন্দ করে বলিয়াই "বদের" বলে নাই, আদর করিয়া বদি বলিয়াছে, তিনি আবারো বলিলেন "আল্লার কি কুদরত গালির ভিতরেও মহব্বত " কিয়ক্ষন চুপ থাকিবার পরে আমি বলিলাম, সত্যি কথা বলিতে কি মহাশয় আপনার সাগরেদি গ্রহণ করিয়াছি বলিয়া গালিখানা আমার গার্লফ্রেন্ড আপনাকেই দিয়াছে । মহাশয় আমার দিকে চাহিয়া রইয়া বলিলেন "তোমার জীবন বৃথা" । আমি অধঃমস্তকে তাহা মানিয়া লইলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।