আমি নিশাচর
বরাবরের মত আজ বিকালেও আমি আর মহাশয় ভ্রমনে বাহির হইলাম,ঈদের আমেজ অদ্যাবধি কাটে নাই, হাটিতে হাটিতে একস্থানে গান শোনা গেল "লুঙ্গি ড্যান্স , লুঙ্গি ড্যান্স , ইহা শোনা মাত্রই মহাশয় বলিলেন ইহা কি প্রকার গান ? আমি বলিলাম এই গানে সবাই লুঙ্গি পড়িয়া এবং তাহা ধরিয়া নাচানাচি করে, মহাশয় মাথা নাড়িয়া বলিলেন আস্তে আস্তে গানের ভিতরে অনেক কিছু আসিবে এই যেমন ধর পায়জামা ড্যান্স,পায়জামার সুতলি ড্যান্স, আন্ডারওয়ার ড্যান্স,স্যান্ডো গেঞ্জি ড্যান্স ইত্যাদি, তবে সমস্যাটা হইল আমার পত্নি আমাকে লুঙ্গি পড়িতে নিষেধ করে কারন সকালে তাহা যথাযথ স্থানে থাকে না এবং তা পরিবারের অনেকের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করে, আচ্ছা তুমিই বল লুঙ্গির চাইতে আরামের পরিধেয় পৃথিবীতে আর কিছু রহিয়াছে?
আমি বলিলাম মহাশয় আপনার সমস্যা সমাধানের একখানা মারদাঙ্গা উপায় আমার নিকট রহিয়াছে,
মহাশয় বলিলেন কি?
আমি বলিলাম আপনার বিছানার পাশে সাইনবোর্ড লাগানো থাকিবে এবং সেখানে লেখা থাকিবে " আমি শিক্ষানবিশ লুঙ্গি পরিধানকারী, আমার লুঙ্গির লুঙ্গিসত্বা খুবি জাগ্রত তাই তাহারা মাঝে মাঝে এদিক ওদিক ঘুরিয়া বেড়াইবার চেষ্টা করিয়া থাকে, সাময়িক সমস্যা নিজ গুনে ক্ষমা করিবেন "
মহাশয় আমার দিকে অগ্নিদৃষ্টি দিয়া বলিলেন আমার সহিত মস্করা কর তুমি ?
"তোমার জীবন বৃথা",
আজিকেও আগেকার মতই আমি মহাশয়ের কথা বিনম্রচিত্তে মানিয়া লইলাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।