আমাদের কথা খুঁজে নিন

   

মহাশয়ের জ্ঞান!!!!!! - ৩

আমি নিশাচর রিকশায় একত্রে যাত্রাকালে মহাশয় বলিলেন তোমার আশেপাশের সবকিছুই তাকাইয়া দেখিবে কারন, "যতই দেখিবে, ততই শিখিবে" আমি চিন্তা ভাবনা না করিয়া বলিয়া উঠিলাম "লুল রে লুল" মহাশয় কিঞ্ছিত বিরক্ত হইয়া বলিলেন লুল কি পদার্থ ? আমি হতবিহবল হইয়া বলিলাম যাহারা চারিপাশে দ্যাখে এবং মজা নেয় যেমন ওই যে রিকশায় সুন্দরী ললনা এবং আনন্দের আতিশায্যে আমি দলছুটের গানটি গাহিয়া উঠিলাম !!এক পলকেই চলে গেল আহ কিযে তার মুখখানা, রিক্সা কেন আস্তে চলে না!! মহাশয় আমার দিকে সর্পদৃষ্টি দিয়া বলিলেন " তোমার জীবন বৃথা " । যথারীতি আমি অধঃমস্তকে তাহা মানিয়া লইলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।