আমাদের কথা খুঁজে নিন

   

মহাশয়ের জ্ঞান!!!!!! - ৯

আমি নিশাচর

বিশেষ ব্যাস্ত থাকার কারনে বেশ কিছু দিন মহাশয়ের মহামুল্যবান জ্ঞান শ্রবন করার সৌভাগ্য হয় নাই, আজ তাহাকে পথেই পাইয়া আমি বিশেষ আহ্লাদিত হইলাম । মহাশয় বলিলেন কোথায় ডুব মারিয়াছিলে? আমি উত্তরে একখানা ডিপ্লোম্যাটিক হাসি দিয়া বলিলাম আমি ক্ষমতায় থাকা দলকেও ভালবাসি, আর বিরোধী দলকেও ভালবাসি তাই তাহাদের দুই পক্ষরেই সন্মান রাখিতে গাছের ডালে উঠিয়া বসিয়া ছিলাম । মহাশয় বলিলেন কেন? বলিলাম আমি পুলিশের লাঠির বাড়িকেও সন্মান জানাইয়াছি, আগুনে পোড়ানোকেও সন্মান জানাইয়াছি , তাই সেফ সাইডে ছিলাম । ইতোমধ্যে মহাশয়ের পাশে কে যেন বিকট শব্দে ককটেল জাতীয় কিছু ফাটাইল আর শুরু হইয়া গেল পুলিশী ধাওয়া, বিপদ হইতে বাচিতে আমি আর মহাশয় গাছে উঠিয়া বসিলাম । মহাশয় বলিলেন আচ্ছা? আমিতো তৃতীয় পক্ষের সমর্থক, তাহা হইলে তোমার টেকনিকে আমি কি রুপে তাহাদের সন্মান জানাইতে পারি । আমি বলিলাম মহাশয় এখন গাছের ডালখানা ভাঙিয়া নিচে পড়িয়া গেলেই আপনার তাহাদের সন্মান দেখানো হইবে অথবা আপনি চাইলে লাফ দিয়াও নিচে পড়িয়া যাইতে পারেন তাতে আপনার একনিষ্ঠতা প্রমান হইবে, মহাশয়ের সর্পদৃষ্টি আমাকে কয়েকবার ভস্ম করিল, তিনি আস্তে আস্তে বলিলেন তোমার জীবন বৃথা, আমি নতমস্তকে তাহা মানিয়া লইলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।