আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে না আসার গল্প

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক... তোমাকে নিয়ে আমি অনেক দূরে যাব যেখানে ঘাসফুলেদের একলা বাতাস নেড়ে যায় বিচ্ছিরি কোনো রোদ ওঠে না - মেঘ বর্ষে যখন ইচ্ছে আমাদের শুধু ভালোবাসাটাই স্থির, অনুভূতিগুলো অস্থির। কেউ এসে বলবে না - "সন্ধে হয়ে গেছে" বাড়ি ফেরার চিন্তা মনের গোয়ালে ফেরাবো তোমায় আমি সেথায় নিয়ে যাব। তোমাকে নিয়ে আমি অনেক দূরে যাব যেখানে রাতের আকাশে তারা ভিড় করে আমাদের দেখতে সে আকাশে খসে পড়া তারারা জানান দেয় না - কোনো ঝরে পড়া ভালোবাসার নিখুঁত দিনগুলো সব, আর নির্ভাবনার রাত। কেউ কাউকে বলবো না - "চল বাড়ি ফিরে যাই" নির্বাক চোখের কষ্ট কাটায় নিশ্চুপ ঠোঁটগুলো তোমায় আমি সেথায় নিয়ে যাব। তোমাকে নিয়ে আমি অনেক দূরে যাব যেখানে ফেলে আসা ভাবনারা যাতনা দেয় না ধূলো পড়া অতীত ক্যানভাস ঢাকবে - তোমার-আমার ভালোবাসার রঙে অনুযোগ নেই, নেই কোন অভিমান। মনে মনে বহুবার বলি - "ভালোবাসি অনেক" নিশ্চিন্ত কিছু ভাবনা বসাবে সুখের সমারোহ তোমায় আমি সেথায় নিয়ে যাব। --------------------- ২০-০৪-২০১২ সকাল ১১.১০  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.