শাফিক আফতাব------------- জেসিকা, আমরা সেদিন বর্ষার বৃষ্টিতে ভিজলাম আমাদের ভিজতে দেখে মেঘেরা হেসে হেসে আরো বৃষ্টি ঝরাতে থাকলো পাথরবৃষ্টিতে সেদিন জেলাসদরের লাজুক সড়কে কোনো লোক ছিলোনা শুধু তুমি আমি ভিজেছিলাম অথচ আমাদের মন ভেজেনি ডিমের খোলস থেকে ছানা বের হবার মতোন আমাদের প্রেম বেরিয়ে এলো এতটুকু ভিজেনি, মনে হলো, রঙিন ছাতা মাথায় বেরিয়ে এলো। জলছাপের মতোন তোমার সৌন্দর্য ভেসেছিলো তাই দেখে আমার চোখে লজ্জা ভেসেছিলো তাই দেখে তুমি আনত হয়েছিলে তাই দেখে আমাদের প্রেম ভেসেছিলো। বর্ষার বৃষ্টিতে সেদিন তুমি আমি যক্ষপ্রিয়া ঝড়োবাতাসের তারে দুলেছিলো আমাদের কোমল হিয়া প্রেমের বীণার তারে সেদিন গুণগুণ কে যেনো নিয়েছিলো আনন্দলোকে হাওয়ার পাখনায় উড়ে উড়ে ঘুরেছি মেঘেদের দেশে .............. ২৬.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।