আমাদের কথা খুঁজে নিন

   

জেসিকার সবকিছু আমি জানতাম,



জেসিকার সবকিছু আমি জানতাম, শাফিক আফতাব..................... যে তুমি একদিন খুলে দিয়েছিলে তোমার সকল আকাশ অন্দরমহলের বিস্তীর্ণ উঠোন, ফুলগাছ আর ফুলের ঘ্রাণ__ সব দিয়ে ঋদ্ধ করেছিলে, আমি অনায়াসে তোমার অফিসে যেতাম, অামার জন্য তোমার সকল দরজা খোলা ছিলো কত আপন ভেবেছিলে আমাকে তোমার অন্তর্গত অনেক খবর আমি জানতাম তোমার মাসিক ব্যাপার স্যাপার, কিংবা মাসিক বেতনাদি, অায়ব্যায় সব তুমি শেয়ার করেছিলে, কত কাছের মানুষ ছিলাম আমি তোমার অথচ দেখো অঘ্রাণের আলোকিত নরমরোদ__সবকিছু কত স্বচ্ছ অথচ আমাকে চিনছোনা তুমি, গা ঘেষে চলে গেলে আতপকমপ্লেক্সে। তুমি পাশে কেটে খটখট হিলের শব্দ তুলে উঠে গেলে উড়ন্ত সিঁড়িতে আমি লিফটের গোড়ায় দাঁড়িয়ে রইলাম ভাবলাম, এ আমার জেসিকা, একদিন বিহনে যে অস্থির হতো __ সেই কত কাছের মানবী আজ চোখে দেখছে না হায়, জেসিকা, তুমি কী ভুলে গেছো ? না চোখের কোনো সমস্যা তোমার ? সময় তোমাকে কেমন বদলে দিয়ে গেলো! ১৮.১১.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।