প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
জেসিকার সাথে, বর্ষার রাতে
শাফিক আফতাব...................
জেসিকা সেই বর্ষার রাতে তুমি ভাবোনি কিছু ?
মনে হয় নি কী ভেবে রাত্রি কাটছে অতিথির ?
ওদিকে ঝড়ের রাতে সেজে ছিলো বিষ্ণু__
ধীরে ধীরে রাত্রি হতেছিলো গভীর।
তুমিহীন কক্ষটি হয়েছিলো তুমিময়
ফুলের টবে থেকে ঘ্রাণগুলো মুখর করছিলো শ্লোগানে
তুমি নেই সেদিন তবু তোমার সাথে কাটে সময়__
তোমার প্রেম ভালোবাসা ভেসেছিলো প্রাণে।
সারারাত কাটে মনে হয় তুমি আছো কাছে__ পাশে
আলিঙ্গনে সাত সমুদ্র থেকে আনন্দ এনেছি বর্ষার রাতে,
ওদিকে ঝরঝর বর্ষণ মেঘলা আকাশে
আমাদের মধুর মিলেন হলো ধবেধবে সাদা প্রভাতে।
একদিন অতিথি হয়েছি তোমার অথচ তুমিহীন__
পাশে ছিলেনা সে রাতে তবু ছিলাম কত রঙিন।
২৫.০৮.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।