শাফিক আফতাব-------- কেমন আছো, জেসিকা তুমি ? কোথায় আছো ? এই শহরের নাকি থাকো। পান্থপথের বাসায়, এক ব্যবসায়ীর বিছানায় তোমার রাত্রি হয় ভোর ? তুমি প্রত্যুষে কৃত্রিম ঝর্ণার জলে স্নান সেরে অভিজাত নাস্তার টেবিলে যাও ? কালোবাজারী ব্যবসায়ীর অফিসবেলা টাইয়ের নট বাঁধো ? পুজোর ডালার মতোন খুলে ধরে তোমাকে রাত্রিবেলা ? তুমি নাকি এখন তুখোর গৃহিনী হয়ে উঠেছো কলেজ টিচারের মতোন হালকা রংয়ের শাড়ি পড়ো, দীঘল হাতার ব্লাউজ বিষয়আষয় নিয়ে বেশ নাকি চিন্তায় দিন কাটে তোমার জেসিকা এত তাড়াতাড়ি তুমি সংসারি হয়ে উঠলে অথচ আমার কোনো সংসার নেই, বিষয়- আষয়, ঘর-প্রাসাদ, নীড়, এত অনায়াসে তুমি ভুলে গেলে ?.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।